ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

যে কারণে শেরে বাংলায় রাজস্থান রয়্যালস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৭:৩৭  
আপডেট :
 ০৪ মার্চ ২০২১, ১৯:১৬

বাংলাদেশে একাডেমি করতে চায় রাজস্থান রয়্যালস

বাংলাদেশ সফরে এসে ক্রিকেট একাডেমি তৈরির ইচ্ছা ব্যক্ত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর।

আজ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামে ঝটিকা সফর করেন রাজস্থান রয়্যালসের ৩ সদস্যের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন রঞ্জিতও। গণমাধ্যমকে তিনি জানান, অদূর ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেট একাডেমি তৈরি করতে চায় রাজস্থান রয়্যালস।

বারঠাকুর বলেন ‘আমি এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কীভাবে বাংলাদেশ জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোঅপারেশন করতে পারি এবং কীভাবে আমরা বিনিময় প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতে। যাতে আমরা বাংলাদেশ ও ভারতের অঞ্চলগুলো নিয়ে যৌথভাবে উন্নতি করতে পারি।’

ক্রিকেটারদের জন্য করতে চান একটি একাডেমিও। বারঠাকুর বলেন, ‘আমি ভাবছি এখানে (বাংলাদেশে) একাডেমি করবো। রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি, ভাবনার মধ্যে আছে।’

মোস্তাফিজকে দলে নিয়ে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান। তবে জাতীয় দলের হয়ে খেলায় ব্যস্ত থাকার কারণে আইপিএলের পুরো সময় খেলতে পারবেন না বাংলাদেশি এই পেসার। রঞ্জিত ভাটও অবশ্য চান, মোস্তাফিজ আগে দেশের হয়েই খেলুন, ‘দেশের হয়ে খেলা বাদ দিয়ে মোস্তাফিজ আমাদের দলে আসুক, এটা আমরাও চাই না।’

আরও পড়ুন

হঠাৎ শেরে বাংলায় রাজস্থান রয়্যালস

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত