ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিপিএলের জন্য আরো অপেক্ষা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২১, ১১:১৭

বিপিএলের জন্য আরো অপেক্ষা
ফাইল ছবি

করোনার কারণে গেলো বছর স্থগিত করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এ বছরও তেমন কোনো আশাজাগানিয়া খবর এলো না বিপিএলের জন্য। বিপিএলের সর্বশেষ আসর শেষ হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। আবার ২০২২ সালে বসবে এই টুর্নামেন্টটি।

কয়েক সপ্তাহ ধরেই ২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সূচি তৈরির কাজ করছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে বিসিবির খসড়া সূচি ঠিক থাকলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টটি এ বছরে হবে না বলে জানা গেছে।

এদিকে, বিসিবি ২০২২ সালের ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টম বিপিএলের জন্য সময় রেখেছে। আর নবম বিপিএল ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, আমরা এখনই চূড়ান্ত কিছু বলতে পারছি না। যখন সময় হবে, তখন এ ব্যাপারে বলা যাবে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে সবধরনের ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। গত বছরে দেশে আর কোনো ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়ায়নি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত