ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সালমাদের দখলে সোনার পদক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২১, ১৫:৫৫

সালমাদের দখলে সোনার পদক
ফাইল ছবি

বাংলাদেশ গেমসের নবম আসরে স্বর্ণ জিতেছেন সালমা-জাহানারারা। শুক্রবার স্বর্ণপদক নির্ধারণী ম্যাচেও বজায় থাকল তাদের সফলতার দাপট।

শারমিন সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নীল দল। আগে ব্যাট করে ৩৬ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় সবুজ দল।

সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মণি। তার ৩৯ বলের ইনিংসে ছিল ২টি চারের মার। পুরো ইনিংসে মোট ৭টি চার মারতে সক্ষম হয় সবুজ দল।

এছাড়া নীল দলের পক্ষে ৮ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন জাহানারা, ৭ ওভারে সমান ১৫ রানে মুমতা হেনাও নিয়েছেন ৩ উইকেট।

এছাড়া অধিনায়ক সালমা ২ ও রাবেয়া খানের ঝুলিতে গেছে ১টি উইকেট।

আগামী ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়সূচি। তবে গেমস শুরুর প্রায় চার সপ্তাহ আগেই মাঠে গড়িয়েছে নারী ক্রিকেট ইভেন্ট। মূলত সে সময় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশ নারী দলের। এজন্য আগেই স্বর্ণের লড়াইয়ে মাঠে নেমেছিল তারা।

নারী দলের এই প্রতিযোগিতা শুরু হয় গত ৬ মার্চ, যার ফাইনাল হয় আজ শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ সবুজ দল: ৭২/১০, ৩৬ ওভার (রিতু ১৮, রুমানা ১৪, সানজিদা ১২; জাহানারা ৩/১৫, মুমতা ৩/১৫) বাংলাদেশ নীল দল: ৭৪/২, ১৮.২ ওভার (শামীমা ৩১, ফারজানা ২৮*; রুমানা ১/৮)

এমএস

  • সর্বশেষ
  • পঠিত