ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মেসির রেকর্ড, বার্সার দুর্দান্ত জয়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২১, ১২:৫৩

মেসির রেকর্ড, বার্সার দুর্দান্ত জয়

লা লিগায় এ যেন টম এন্ড জেরির খেলা। টেবিলে একবার রিয়াল দুইয়ে তো আবার বার্সেলোনা। ঘরের মাঠে হুয়েস্কার সাথে জিতে রিয়ালকে কিক মেরে সরিয়ে আবারো দুইয়ে বসল কাতালানরা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন ৪ পয়েন্টের। মেসির রেকর্ডময় রাতে ঘরের মাঠে হুয়েস্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

হুয়েস্কার সাথে খেলতে নেমে আবারো রেকর্ড খাতায় লিওনেল মেসির নাম। ক্লাবের ইতিহাসে জাভি হারনান্দাজের ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ডের পাশেই নাম লেখালেন আর্জেন্টাইন সুপারস্টার। রেকর্ড ছোঁয়ার ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রাখলেন অবদান।

রেকর্ড ছোয়ার উপলক্ষ রাঙাতে মোটেও দেরি করেননি মেসি। ক্যাম্প ন্যুতে ম্যাচের ১৩ মিনিটেই দলকে এগিয়ে দেন বার্সা স্টার। ডি-বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের জোরালো শট ক্রসবারে লেগে জড়ায় জালে। ফাস্ট হাফেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ডি বক্সের বাইরে থেকে ফরাসি ফরোয়ার্ডের জোরালো শট ঝাঁপ দিয়েও ধরতে পারেন নি গোলরক্ষক। তবে, বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে ব্যবধান কমায় হুয়েস্কা।

সেকেন্ড হাফের শুরুতে মেসির দারুণ ক্রসে হেড দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন অস্কার মিনগেসার। ম্যাচের একেবারে শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

এই জয়ে বার্সেলোনা অপরাজিত রইলো টানা ১৭ ম্যাচে। ২৭ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে দুইয়ে ফেরা বার্সেলোনার পয়েন্ট হলো ৫৯। ২ পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত