ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

অকল্যান্ডে কিউই ঝড়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৪:৩৪

অকল্যান্ডে কিউই ঝড়

মাত্র ২২ বলে দলীয় হাফ সেঞ্চুরি হলো নিউ জিল্যান্ডের। চতুর্থ ওভারের চতুর্থ বলে শরিফুল ইসলামকে চার মেরে দলীয় পঞ্চাশ পূর্ণ করেন ফিন অ্যালেন। চারটি চার ও তিনটি ছয়ে নিউ জিল্যান্ড ফিফটি করে।

১০ ওভারের খেলা। তাই শুরু থেকে ধুমধাড়াক্কা ব্যাটিং করতে থাকেন নিউ জিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ দুই ওভারের কোটা পূরণ করেছেন পাওয়ার প্লেতেই।

ইনিংসের প্রথম ওভারে বল হাতে নিয়ে গাপটিলকে ৯ রান দেন নাসুম। তৃতীয় ওভারে অ্যালেন টানা তিন চারের পর একটি ছক্কা মারেন। ওই ওভারে ২০ রান দেন বাংলাদেশি স্পিনার। তার ২ ওভারে নাসুম কিউইরা তুলেছে ২৯ রান। পাওয়ার প্লের তিন ওভারে তাদের সংগ্রহ ৪৩ রান।

এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনজুরিতে তার খেলা হচ্ছে না। মাহমুদউল্লাহ’র অবর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এর মধ্যে দিয়ে সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটনের।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লার বাঁ ঊরুতে টান পড়ে। চোট নিয়ে খেলে গেলেও শেষ ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি। শেষ ম্যাচে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ অনুপস্থিতি নিশ্চিতভাবেই পিছিয়ে দিল বাংলাদেশকে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত