ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ফের পেছালো নারী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ১৬:৪৭

ফের পেছালো নারী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ

করোনার দ্বিতীয় ঢেউ ভালোই প্রভাব ফেলেছে গোটা বিশ্বে। শুরুর মতো এবারও এলোমেলো হয়ে যাচ্ছে সব। বৈশ্বিক ক্রীড়া সূচিতেও পড়ছে এর প্রভাব।

প্রাণঘাতী এই ভাইরাসের কারণে ফের পিছিয়ে গেল বাংলাদেশের মাটিতে নির্ধারিত অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর। অনিল কুম্বলের নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটির বোর্ড সভায় এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ। এ বছর টুর্নামেন্ট স্থগিত করা হলেও আইসিসি নিশ্চিত করেছে, ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশেই হবে প্রথম আসর।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছাড়াও নারী ২০২২ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানায়, '২০২১ সালে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে না। এ বছর ডিসেম্বরে যা হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনার কারণ আবারও পিছিয়ে গেল। ২০২৩ সালের জানুয়ারিতে এটা অনুষ্ঠিত হবে। অনেক দেশই ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি। সব কিছু বিবেচনা করে আমরা টুর্নামেন্টটি পিছিয়ে দেয়ার সিদ্বান্ত নিয়েছি। নতুন সূচিতে টুর্নামেন্ট আয়োজন করা হবে।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত