ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কোহলির ১০ মিলিয়ন, সাকিবের ১০ লাখ!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ০৮:১৪  
আপডেট :
 ০৩ এপ্রিল ২০২১, ০৮:১৭

কোহলির ১০ মিলিয়ন, সাকিবের ১০ লাখ!
সংগৃহীত ছবি

আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে কোয়ারেন্টিনে আছেন তিনি। অবসরের এই সময়টাতে একঘেয়ামি দূর করতে সাকিব যোগ দিচ্ছেন ফেসবুক লাইভে অথবা গণমাধ্যমে।

শুক্রবার মুঠোফোনে এক গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দেন সাকিব।

সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার সময় সাকিবকে প্রশ্ন করেন সাংবাদিক, লোকে তো বলে আপনার শত শত কোটি টাকা!

প্রশ্ন শেষ হওয়ার আগেই সাকিব হেসে জবাব দেয়া শুরু করেন। বলেন, যারা এমনটা বলেন তারা যদি দেখিয়ে দেন যে কোথায় আমার এতো টাকা তাহলে তো সুবিধা হয়। অবশ্য মানুষের এমন সব কথায় আমি মন খারাপ করি না। তারা আমার স্বপ্নটাকে বড় করে দেয়। তারা ভাবে যে, আমার অনেক টাকা। এটা আমার জন্য খুশির বিষয়। তবে তারা একটা-দুইটা শূন্য বেশি লাগিয়ে বলে আর কী।

এরপরই কিছুটা ক্ষোভের সুর সাকিবের কণ্ঠে। সে সব মন্তব্যকারীর উদ্দেশে একগাঁদা প্রশ্ন ছুড়ে দেন সাকিব।

বলেন, ‘বাংলাদেশের মার্কেট কত বড়? বাংলাদেশে একটা বিজ্ঞাপন করে কত টাকা পেতে পারেন? ১৫, ২০, ২৫ বা ৫০ লাখ? কয়টা ম্যাচ খেলতে পারেন? কয় টাকা আয় হয়? বোর্ড থেকে কত বেতন, ম্যাচ ফি, এসব তো সবাই জানেন। যারা আমার আয় নিয়ে এমন কথা বলেন তাদের কমনসেন্স থাকা উচিত। তাছাড়া আমাদের খরচও তো অনেক। কত থাকে তার পর?’

সাকিব বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ভাবেন, আমাদের আয় ভারতীয় ক্রিকেটারদের মতো। সাংবাদিকরা নিউজ করেন, অমুক দেশের তমুক ক্রিকেটার এত মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। ওই নিউজ দেখে লোকে আমাকে ওই লেভেলের ভাবে। কিন্তু এটা চিন্তা করে দেখে না, ভারতে কোনো ক্রিকেটার যদি একটা চকলেটের বিজ্ঞাপন করে, তাকে যদি ৫০ কোটি টাকাও দেওয়া হয় তবু পুষিয়ে যায়। কারণ তাদের বাজার অনেক বড়। লোকে দেখে বিরাট কোহলি ১০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে। তখন মনে করে, সাকিবেরও এরকম। তারা বোঝেন না, এটা আসলে ১০ লাখ টাকা!’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত