ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনায় বন্ধ হয়ে গেলো রিও ওপেন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ১৭:৫৩

করোনায় বন্ধ হয়ে গেলো রিও ওপেন
সংগৃহীত ছবি।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দক্ষিণ আমেরিকার সবচেয় বড় টেনিস টুর্নামেন্ট রিও ওপেন বাতিল করা হয়েছে। হঠাৎ করেই ব্রাজিলে করোনার পরিস্থিতি বেশি খারাপ হয়ে যাওয়ায় এ বছর আর টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে না।

এর আগে করোনার কারণে এটিপি ৫০০ ইভেন্ট অনির্দিষ্টকালের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝিতে বন্ধ হয়ে যায়। অন্যদিকে একটু দেরিতে আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। জানুয়ারিতে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যাম আয়োজনের কথা থাকলেও করোনার কারণে তা তিন সপ্তাহ পিছিয়ে যায়।

এক বিবৃতিতে রিও ওপেনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চারদিকে করোনা ভাইরাসের অনিশ্চিত পরিস্থিতির কারণে ২০২১ সালের রিও ওপেন আয়োজন সম্ভব হচ্ছে না। রিও ওপেনের পরবর্তী আসর ২০২২ সালে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সবশেষ ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি রিও ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত