ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাবরের নজর এবার টেস্টের সিংহাসনে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২১, ১৫:৫৮

বাবরের নজর এবার টেস্টের সিংহাসনে

টানা ১২৫৮ দিন ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ে ১ নম্বরে থাকা বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান হবার স্বাদ নিয়েছিলেন তিন বছর আগেই।

বাবর পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই স্বাদ পেয়েছেন। তার আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪ মৌসুম), জাভেদ মিয়াঁদাদ (১৯৮৮-৮৯ মৌসুম) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৩ সালে) হন এক নম্বর ব্যাটসম্যান।

ওয়ানডেতে এক নম্বরে আসার পর পাকিস্তান ক্রিকেটের দেয়া ভিডিও বার্তায় ২৬ বছর বয়সী বাবর জানান, টেস্টেও হতে চান এক নম্বর ব্যাটসম্যান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর হয়েছিলাম, এখন ওয়ানডেরও শীর্ষে উঠেছি। আমার লক্ষ্য এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে ওঠা। আর এটাই ব্যাটসম্যানদের দক্ষতার সেরা পুরস্কার। আমি জানি, এর জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হবে। ধারাবাহিক পারফর্মেন্সের সঙ্গে শীর্ষ দলগুলির বিপক্ষেও ভালো করতে হবে।

বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছেন বাবর। গত বছর ফেব্রুয়ারিতে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। যা ছিল তার ক্যারিয়ার সেরা।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত