ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শান্তর শতকের পর মুমিনুলের হাফ সেঞ্চুরি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২১, ১৭:৩৫  
আপডেট :
 ২১ এপ্রিল ২০২১, ১৭:৫৬

শান্তর শতকের পর মুমিনুলের হাফ সেঞ্চুরি

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের প্রথম দিনের প্রথম দুই সেশনই জিতেছে বাংলাদেশ। তামিমের সঙ্গে ১৪৬ রানের পার্টনারশীপ শেষে মুমিনুলের সঙ্গেও বড় রানের জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ফেলেছেন শান্ত।

তামিম শতক না করলেও একই ভুল করেননি শান্ত। ২৩৬ বল খরচায় ১২ বাউন্ডারি ও এক ছক্কায় ১১৩ রান তুলে ব্যাট চালিয়ে যাচ্ছেন ওয়ানডাউনে নামা শান্ত। শান্তর সেঞ্চুরির পাশাপাশি নিজের অর্ধশত রান পূর্ণ করেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮২ রান।

তামিম-শান্তর ব্যাটিং দৃঢ়তায় ৭৫ ওভার শেষে ২ উইকেটে ২৫৪ রান তুলেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রায় ১২ বছর পর দ্বিতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েছেন তামিম-শান্ত। দুজনে মিলে যোগ করেন ১৪৪ রান।

নাভার্স নাইনটিতে বিশ্ব ফার্নান্ডোর বলে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তামিম। ১০১ বলে ১৫ বাউন্ডারিতে তারকা ওপেনার বিদায় নেন ৯০ রান নিয়ে। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা বিচলিত ছিল টাইগার শিবির। কিন্তু দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন তামিম ইকবাল। শান্ত অর্ধশতক হাঁকিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তামিম ইকবাল। তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত