ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ধনাঞ্জয়ারও সেঞ্চুরি, দিশেহারা বাংলাদেশ

  খেলা ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২১, ১৫:৩৯  
আপডেট :
 ২৪ এপ্রিল ২০২১, ১৬:২০

ধনাঞ্জয়ারও সেঞ্চুরি, দিশেহারা বাংলাদেশ
ছবি: সংগ্রহীত

প্রায় আড়াই দিন ব্যাট করে ৫৪১ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। মোমিনুলদের রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে স্বাগতিক অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরির পর ধনাঞ্জয়া ডি সিলভাও সেঞ্চুরি করেছেন। অন্যদিকে উইকেটের খোঁজে দিশেহারা বাংলাদেশের বোলাররা।

আগের দিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে আজ শনিবার ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের ১২তম ওভারেই নিজের ১১তম টেস্ট শতক পূরণ করেন ৮৫ রান নিয়ে খেলতে নামা করুনারত্নে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে লঙ্কান অধিনায়ক বল খেলেন ২৪৭টি, চার মারেন ৮টি। তিনি বর্তমানে ১৮৪ রানে অপরাজিত আছেন।

অন্যপ্রান্তে ২৬ রান নিয়ে খেলতে নামা ধনাঞ্জয়া ডি সিলভাও সেঞ্চুরি পূরণ করেন লাঞ্চের পরেই। ১৫৩ বল খেলে ১৪টি চারের সাহায্যে নিজের সপ্তম টেস্ট শতকে পৌঁছান ধনাঞ্জয়া। তিনি বর্তমানে ১৩৪ রানে অপরাজিত আছেন। এ দুজনের চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত রান এসেছে ২৫২টি।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ৩ উইকেটে ৪৪২ রান সংগ্রহ করেছে।

এদিকে শ্রীলঙ্কার পড়া ৩টি উইকেট ভাগ করে নিয়ে সফল হয়েছেন মিরাজ, তাসকিন ও তাইজুল। অন্যদিকে ১৫ ও ১০ ওভার করে বল করেও উইকেটহীন এবাদত ও আবু জায়েদ।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত