ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফের বাতিল হলো এশিয়া কাপ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২১, ২০:৩৫  
আপডেট :
 ১৯ মে ২০২১, ২২:১০

ফের বাতিল হলো এশিয়া কাপ

করোনার ধাক্কায় মাঝপর্বে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। মহামারি পরিস্থিতি ভয়াবহ বলে এবার স্থগিত হয়ে গেল এশিয়া কাপ। জুন মাসে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। গত বছর পাকিস্তান থেকে সরিয়ে টুর্নামেন্ট শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, করোনা পরিস্থিতির বাস্তব ভয়াবহতার কথা মাথায় রেখে এখন এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না।

বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) অ্যাশলে ডি'সিলভা সাংবাদিকদের বলেছেন, 'করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জুন মাসে টুর্নামেন্ট করা সম্ভব হচ্ছে না।'

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এশিয়া কাপ এক ধাক্কায় দু বছর পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর হতে পারে এশিয়া কাপ। কারণ, ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী দু বছরের জন্য সব দেশই ক্রীড়াসূচি চূড়ান্ত করে ফেলেছে এবং এর মধ্যে এশিয়া কাপের জন্য সময় বার করা কঠিন হতে পারে।

ধারনা করা যাচ্ছে এশিয়া কাপ বাতিল করার বড় কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যস্ত সময়সূচী। ভারতীয় দলটি জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে যাবে, যেখানে শিরোপা ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ভারত যদি এশিয়া কাপে না খেলেন তবে স্পষ্টতই আয়োজকদের বড় ক্ষতিতে হয়ে যাবে। এ কারনেই আগে ভাগেই এশিয়া কাপ বাতিলের ঘোষণা দিলো স্বাগতিক শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের আসটি হওয়ার কথাছিলো টি-টোয়েন্টি ফরম্যাটে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত