ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

বাজেটে ক্রীড়াঙ্গনের বরাদ্দ কমছে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২১, ১৭:৩২

বাজেটে ক্রীড়াঙ্গনের বরাদ্দ কমছে

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট আজ পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনার নেতিবাচক প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পড়েছে। এবারের বাজেটে তাই অনেক কিছুই কাটছাঁট করতে হচ্ছে।

তার প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বরাদ্দ কমেছে ক্রীড়াঙ্গনে। বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেট ১ হাজার ৪৭৪ কোটি টাকা। প্রায় ৩৫৯ কোটি টাকা বরাদ্দ কমেছে ক্রীড়াঙ্গনে।

গত বাজেটের আগের বাজেটে বাফুফে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ পেয়েছিল। পরের বছর ২০ কোটির বদলে ১০ কোটি টাকা দিয়ে সরকার বাফুফেকে এ অর্থ খরচ না করে স্থায়ী আমানত হিসেবে রাখতে বলেছিল।

দেশের ৫৩টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থার জন্য সরকারি বরাদ্দ বরাবরই অপ্রতুল। কোনো কোনো ফেডারেশন তো সরকারের কাছ থেকে বছরে ১০-১৫ লাখ টাকার বেশি পায় না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত