ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

আইপিএলের পুরো টাকা পাবেন না সাকিব-মোস্তাফিজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২১, ১৭:১৮

আইপিএলের পুরো টাকা পাবেন না সাকিব-মোস্তাফিজ

ভারতে করোনা প্রকোপের কারণে ৩১ ম্যাচ হাতে রেখেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এই বাকি অংশে যোগ দিতে পারছেন না অনেক বিদেশি ক্রিকেটারেরই। ওই সময়ে নিজ নিজ দেশের খেলায় ব্যস্ত থাকবেন তারা। সেই তালিকায় আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও।

জাতীয় দলের খেলা থাকায় আইপিএলের বাকি অংশের জন্য তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই চুক্তি অনুযায়ী বেতনের পুরো টাকা এই দুই বাংলাদেশি তারকাকে দেবে না তাদের ফ্রাঞ্চাইজিরা।

আইপিএলের বিদেশি ক্রিকেটাররা আসরের বাকি অংশে অংশ না নিলে তাদের পারিশ্রমিক কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই নিয়মের প্যাচে পড়ে কেটে রাখা হচ্ছে সাকিব ও মোস্তাফিজের বেতন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর, খেলোয়াড়দের তিন ধাপে বেতন দেয় আইপিএল কর্তৃপক্ষ। বীমার মাধ্যমে সেই অর্থ পরিশোধ করা হয়। দলগুলো খেলোয়াড়দের সাথে চুক্তির সময়ই বীমার কথা উল্লেখ করা হয়। সে হিসেবে, কোন কারণে নির্ধারিত সময়ে খেলা না হলেও খেলোয়াড়রা টাকা পাবেন।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত