ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাভারে বিসিবির আম্পায়ারের গাড়ি ভাঙচুর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২১, ১১:৪৭  
আপডেট :
 ১৩ জুন ২০২১, ১২:১৮

সাভারে বিসিবির আম্পায়ারের গাড়ি ভাঙচুর

সাভারের আশুলিয়ায় একটি কারখানার শ্রমিকদের আন্দোলনের ভেতরে পরে যাওয়ায় অনাকাঙ্ক্ষিভাবে ভাঙচুরের শিকার হয়েছে ক্রিকেট আম্পায়ার ও ম্যাচ রেফারিদের একটি মাইক্রোবাস। তবে এতে কেউ আহত হয়নি। রোববার সকাল সাড়ে ৭টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ভাঙচুরের শিকার হয় আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মাইক্রোবাসটি।

জানা গেছে, সাভারের আশুলিয়ায় যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ারদের ২টি মাইক্রোবাস সড়কে আন্দোলনরত শ্রমিকদের পিকেটিংয়ের কবলে পড়ে যায়। যে কারণে বেশ কিছুক্ষণ তারা গাড়িতে আটকে ছিলেন। আজ সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো পৃথক ২টি ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। সেক্ষেত্রে টস হওয়ার কথা সাড়ে ৮টায়। তবে নির্ধারিত সময়ে ম্যাচ তো হয়ইনি, টসও হয়নি।

বিকেএসপিতে খেলতে যাওয়া দলের একটি সূত্র জানায়, আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রো বাসে হামলা হয়। তবে মাইক্রোর পিছনের কাচ ভেঙে গেছে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ম্যাচ অফিসিয়ালদের গাড়ি।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত