ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ওয়ানডেকে বিদায় বললেন কেভিন ও’ব্রায়েন

  খেলা ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২১, ২১:২৮

ওয়ানডেকে বিদায় বললেন কেভিন ও’ব্রায়েন
সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন আয়ারল্যান্ডের কিংবদন্তিতুল্য ক্রিকেটার কেভিন ও’ব্রায়েন।

শুক্রবার তার অবসরের খবর নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন কেভিন।

কেভিন জানান, আয়ারল্যান্ডের হয়ে ১৫ বছর খেলার পর এটাই সঠিক সময় ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর। ১৫৩ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। আমি এখান থেকে যে স্মৃতি কুড়িয়েছি তা আজীবন থাকবে।

উল্লেখ্য, আইরিশদের হয়ে সর্বাধিক ১৫৩ ওয়ানডে খেলার রেকর্ডটা রেকর্ড করেছেন কেভিন। একদিনের ক্রিকেটে ৩৬১৯ রানের মালিক তিনি। দেশের হয়ে সর্বাধিক ১১৪টি উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তার দখলে।

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেও আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট খেলে যাবেন এ তারকা অলরাউন্ডার।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত