ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

স্মিথকে সরিয়ে সিংহাসনে উইলিয়ামসন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২১, ১৮:২৮

স্মিথকে সরিয়ে সিংহাসনে উইলিয়ামসন
সংগৃহীত ছবি।

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে পেছনে ফেলেছেন তিনি।

বুধবার আইসিসি উইলিয়ামসনকে দিয়েছে এই সুখবর। স্মিথের অবস্থান এখন দুইয়ে। তিনে রয়েছে আরেক অজি ব্যাটসম্যান, মার্নাস লাবুশানে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৯ ও অপরাজিত ৫২ রানের ইনিংস দুটি উইলিয়ামসনকে আবার শীর্ষে তুলেছে। তার রেটিং পয়েন্ট ৯১৯। দুইয়ে থাকা স্মিথের পয়েন্ট ৮৯১। তিনে থাকা লাবুশানের পয়েন্ট ৮৭৮।

মাত্র দুই সপ্তাহ আগে উইলিয়ামসনকে পেছনে ফেলে টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন স্মিথ। কিন্তু এবার আর বেশিদিন টিকতে পারলেন না।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে হার না মানা ৪৭ রানের ইনিংস খেলে উইলিয়ামসনের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়েছিলেন রস টেলর। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই কিউই ব্যাটসম্যান তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে।

ডেভন কনওয়েও বড় লাফ দিয়েছেন। ওই টেস্টে প্রথম ইনিংসে ৫২ রান করা বাঁহাতি ব্যাটসম্যান ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪২তম অবস্থানে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত