ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ফিরেছেন শন উইলিয়ামস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০১:১৩

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ফিরেছেন শন উইলিয়ামস

সফররত বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ে ২০ সদস্যের দল ঘোষণা করেছে । দলে ফিরেছেন নিয়মিত টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। ইনজুরির কবলে পড়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। তাঁর অবর্তমানে পাকিস্তান সিরিজে অধিনায়কত্ব করেছেন ব্রেন্ডন টেলর।

জিম্বাবুয়ের আরেক অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন বাংলাদেশ সিরিজ দিয়ে দলে ফিরেছেন। তিনি ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। দলে যুক্ত হয়েছেন জয়লর্ড গাম্বি, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা ও ডিয়ন মায়ার্স। জিম্বাবুয়ের হয়ে নিয়মিত খেলা রায়ান বার্ল, ওয়েসলি মাধেভারে, রিচমন্ড মুতুম্বামি ও ব্রেন্ডন মাভুতা জায়গা পাননি ২০ জনের দলে।

বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে একটি টেস্টের পর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। একমাত্র টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল খেলবে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে। সব খেলাই হবে হারারে স্পোর্টিং ক্লাব মাঠে।

জিম্বাবুয়ে টেস্ট দল: শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, গাম্বি জয়লর্ড, লুক জঙ্গুয়ে, রয় কাইয়া, তাকুজওয়ানশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স , রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

বাংলাদেশ জার্নাল-ওআই

  • সর্বশেষ
  • পঠিত