ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ট্রফি নিয়ে দেশে ফিরলো ইতালি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ২১:৩৯

ট্রফি নিয়ে দেশে ফিরলো ইতালি

৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ইতালি। আর এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের ইউরো কাপের। এর মধ্যে আরও দু’বার ফাইনালে উঠেছিল। ২০০০ সালে এবং ২০১২ সালে। ২০০০ সালে জিদানের ফ্রান্সের কাছে এবং ২০১২ সালে সর্বজয়ী স্পেনের কাছে হেরে শিরোপাহীন থাকতে হয়েছিল আজ্জুরিদের।

তবে ইতালি দুই বার বিশ্বকাপ জিতলেও ১৯৬৮ সালের পর আর ইউরো জিততে পারেনি তারা। এবার সেই হতাশা দূর করল ইতালি। ইংল্যান্ডের ৫৫ বছরের অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করে সোমবারই (১২ জুলাই) ট্রফি নিয়ে রোমে পৌঁছে গেলো কিয়েল্লিনিরা।

স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছে এখন রোম। রোববার রাতে ওয়েম্বলির গ্যালারিতেই দেখা গিয়েছিল পোস্টার, ইউরো আসছে রোমে।‌ সেটাকেই বাস্তবায়িত করেছেন ডোনারুমা, কিয়েল্লিনিরা। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর রোম এবং ইতালির অন্যান্য শহরের রাস্তায় সমর্থকদের ঢল নামে ৷

করোনার মধ্যেও নাচ-গান, সেলিব্রেশনে মেতে ওঠেন ইতালির সমর্থকরা ৷ রোববার রাতের ঘোর এখনও কাটেনি ইতালিয়ানদের।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত