ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

টাইগারদের ঈদ শুভেচ্ছা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১৬:২৭

টাইগারদের ঈদ শুভেচ্ছা

সারা দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল আজহা। সবার মনেই তাই ছুঁয়েছে ঈদের আনন্দ। বাদ যাননি ক্রিকেটাররা। তাইতো দেশবাসীদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাব্বির হোসেন। তারকা জানিয়েছেন এ ঈদের শুভেচ্ছা।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। তাই এবারের ঈদে টাইগারদের খুশির মাত্রাটা একটু বেশিই। তবে নিজেদের ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় সে ব্যাপারটি আড়ালেই রেখেছেন সাকিব আল হাসান, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সাথে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।’

বাংলাদেশের মতো জিম্বাবুয়েতেও ঈদুল আজহা বুধবার। এর আগেরদিনই পাওয়া জয়টিই দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা হিসেবে দিলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।

বুধবারের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষাংশে বিশেষভাবে টাইগার অধিনায়ক বলেছেন, ‘দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমাদের ঈদ এসেছে। ঈদ মোবারক সবাইকে।’ ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমাদের ঈদ এসেছে। সবাইকে ঈদ মোবারক।’

জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিক। তবে সময়টা ভালো যাচ্ছে না তার। করোনায় আক্রান্ত বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন। জানিয়েছেন ঈদ শুভেচ্ছ। ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, 'আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক ‍খুশি আর আনন্দে ঈদ কাটুক সবার। আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তা বিধি মেনে চলুন। চলুন দুঃস্থদের প্রতি সহায় হই এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।'

তিনি আরও লিখেছেন, 'আমার বাবা-মা সেরে ওঠার পথে, এজন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ। তাদের জন্য যারা দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার পরিবার আমার কাছে অনেক কিছু। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।'

জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক।’

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত