ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিবে ৬ ক্রীড়াবিদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ২০:০৩

অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিবে ৬ ক্রীড়াবিদ

বৈশ্বিক মহামারি করোনার মাঝেই টোকিওতে পর্দা উঠলো অলিম্পিক গেমসের। সম্পন্ন হল উদ্বোধনী অনুষ্ঠান। করোনা সংক্রমণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রীড়াযজ্ঞের। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করছে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে বাংলাদেশ অংশগ্রহণের জন্যই অংশগ্রহণ করে। এবার বাংলাদেশ থেকে ৬ জন ক্রীড়াবিদ চারটি ডিসিপ্লিনে অংশ নেবেন। অন্য আসরগুলোর তুলনায় এবারের অলিম্পিক যাত্রা একটু স্বপ্নের মোড়কে বেধেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে ৬ অ্যাথলেট অংশ গ্রহন করবেন। আরচ্যারি থেকে অংশ নিবেন রোমান সানা, দিয়া সিদ্দিকী। সাতারে অংশ নিবেন আরিফুল ইসলাম ও লন্ডন প্রবাসী জুনাইনা আহমে। শুটিং ও অ্যাথলেটিক্স থেকে যাচ্ছেন আব্দুল্লাহ হেল বাকী এবং জহির রায়হান।

টোকিও অলিম্পিকে বাংলাদেশি ক্রীড়াবিদদের খেলা কবে কখন কোথায়-

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত