ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রোববার নিশানাভেদে রেঞ্জে দাঁড়াবেন বাকী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৩:৫৮  
আপডেট :
 ২৪ জুলাই ২০২১, ১৮:০৮

রোববার নিশানাভেদে রেঞ্জে দাঁড়াবেন বাকী

দেশের শুটিংয়ে অন্যতম ভরসার নাম আবদুল্লা হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে অপ্রতিদ্বন্দ্বি তিনি। সেই বাকীর অলিম্পিক পরীক্ষা শুরু রোববার (২৫ জুলাই)। আসাকা শুটিং রেঞ্জে দুপুর ১টায় রাইফেল হাতে লড়বেন বাকী।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম রুপা বাকীর। ২০১৪ সালের ২৫ জুলাই। দিনটি বাকীর জীবনে আজও স্মরনীয়। ডান্ডির ব্যারি বাডন শুটিং সেন্টারে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় ইংল্যান্ডের ড্যান রিভার্সকে হারিয়ে দিয়ে রুপা জিতে নেন বাকী।

পরে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোষ্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসসহ টানা দু’টি রুপা জেতার রেকর্ড এখন বাকীর দখলে। এখন টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলেও রেঞ্জে নামার অপেক্ষায় বাকী।

টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি বাকী। তাই অলিম্পিকে যেতে পারবেন কিনা- তা নিয়ে সংশয়ে ছিলেন দেশ সেরা এই শুটারের। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিশেষ ব্যবস্থায় পাওয়া সুযোগে (ওয়াইল্ড কার্ড) এবারের টোকিও অলিম্পিকেও খেলবেন বাকী।

রিও অলিম্পিকের পর টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক থেকে শুরু করে ওয়াইল্ড কার্ড নিয়ে প্রতিবারই অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন বাংলাদেশি শুটাররা। কিন্তু সেই সুযোগ এবার ছিল না।

এবার সারা বিশ্ব থেকে বিশেষ সুযোগের মাধ্যমে শুটার বাছাই করেছে আইওসি, অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটিস- (এএনওসি) এবং অ্যাসোসিয়েশন অব সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনস-(এএসওআইএফ) এর সমন্বয়ে গঠিত ট্রাইপারটিট কমিশন। এই কমিশনের মাধ্যমেই ওয়াইল্ড কার্ড পেয়ে এবারের টোকিওতে খেলতে গেছেন বাকী।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত