ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জাভেদের হাত ধরে ইরানের প্রথম সোনা

  স্পোর্টস প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৯:০০

জাভেদের হাত ধরে ইরানের প্রথম সোনা

টোকিও অলিম্পিকের বাছাইয়ে ইরানের জাভেদ ফরোঘির অবস্থান ছিলো পঞ্চম। কিন্তু পদকের লড়াইয়ে এসে বাজিমাত করে দেখালেন এই শুটার। চলমান টোকিও অলিম্পিকে জাভেদ ফরোঘির হাত ধরে প্রথম সোনা পদক জিতল ইরান।

শনিবার (২৪ জুলাই) আসাকা শুটিং হলে ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে অলিম্পিকের রেকর্ড ২৪৪.৮ স্কোর গড়ে সোনা জিতেন জাভেদ। সার্বিয়ার দামির মিকেচ শেষ ধাপে এসে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি প্রতিপক্ষকে; ২৩৭.৯ স্কোর নিয়ে পান রুপা পদক। আর ব্রোঞ্জ জিতেছেন চিনের পেং উই। ৫৭৮ স্কোর নিয়ে বাছাইয়ে সপ্তম হয়েছিলেন এই শুটার।

বাছাইয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছিলেন ভারতের সৌরভ চৌধুরি; ৫৮৬ স্কোর গড়ে হয়েছিলেন সেরা। কিন্তু পদকের লড়াইয়ে এই শুটার ছিটকে যান শুরুর দিকেই।

এ ইভেন্টে শেষ পর্যন্ত লড়াইয়ে থাকা জাভেদ বাছাই পেরুনো আট প্রতিযোগীর মধ্যে ৫৮০ স্কোর নিয়ে হয়েছিলেন পঞ্চম এবং দামির ৫৭৮ স্কোর নিয়ে হয়েছিলেন অষ্টম।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত