ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলো শুটার বাকী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৪:০২

টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলো শুটার বাকী

দেশের শুটিংয়ে অন্যতম ভরসার নাম আবদুল্লা হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে অপ্রতিদ্বন্দ্বি তিনি। তবে টোকিও অলিম্পিকে আলো ছড়াতে পারলেন না এই শুটার। বাংলাদেশের শুটার বাছাইপর্বই পেরিয়ে যেতে পারেননি। হয়েছেন ৪৭ জনের মধ্যে ৪১তম।

রোববার আসাকা শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নিয়েছিলেন আবদুল্লা হেল বাকী। সেখানে ৬১৯.৮ স্কোর করেছেন। তাতে ভেস্তে গেছে টোকিও অলিম্পিকের ফাইনাল রাউন্ডে খেলার স্বপ্ন।

চীনের শুটার হাওরান ইয়াং ৬৩২.৭ পয়েন্ট তুলে বাছাইয়ে শীর্ষে থেকেছেন। সেখানে বাছাইয়ে অষ্টম হয়ে চূড়ান্ত পর্বে যাওয়া শেষ জন চীনের ই লিহাও সেংয়ের স্কোর ছিল ৬২৯.২।

এর আগে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম রৌপ্য পদক এনে দেন বাকী। ২০১৪ সালের ২৫ জুলাই। দিনটি বাকীর জীবনে আজও স্মরনীয়। ডান্ডির ব্যারি বাডন শুটিং সেন্টারে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় ইংল্যান্ডের ড্যান রিভার্সকে হারিয়ে দিয়ে রুপা জিতে নেন বাকী।

পরে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোষ্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসসহ টানা দু’টি রুপা জেতার রেকর্ড এখন বাকীর দখলে।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত