ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

টোকিও অলিম্পিক

প্রতিপক্ষ ইসরায়েলি, সরে গেলেন আরও এক মুসলিম অ্যাথলেট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৬:৩১

প্রতিপক্ষ ইসরায়েলি, সরে গেলেন আরও এক মুসলিম অ্যাথলেট
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ চলছে টোকিও অলিম্পিকেও। একের পর এক মুসলিম অ্যাথলেট অস্বীকৃতি জানাচ্ছেন ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে। যে প্রতিবাদের তালিকায় সর্বশেষ সংযোজন সুদানের জুডোকা মোহাম্মদ আব্দুল রাসুল।

জুডো ৭৩ কেজি ইভেন্টে রাউন্ড অফ ৩২-এ ইসরায়েলের তোহার বাটবালের বিপক্ষে নামতে হতো আব্দুলরাসুলকে। তবে প্রতিপক্ষ ইসরায়েলি বলে রাউন্ড অফ ৩২-এ নামেননি আব্দুল রাসুল।

যদিও এ বিষয়ে তাৎক্ষনিক কোন সিদ্ধান্ত, মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি আন্তর্জাতিক জুডো ফেডারেশন। কি কারণে আব্দুলরাসুল খেলেননি তা-ও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এছাড়া মুখ খোলেননি আব্দুলরসুলের ম্যাচ অফিসিয়ালের কেউ।

এর আগে গত শনিবার বাটবালের বিপক্ষে ম্যাচ পড়ায় তা খেলতে রাজি হননি আলজেরিয়ার জুডো ফেথি নরিন। যার কারণে নরিন এবং তার কোচ আমের বেন ইয়াকলিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন।

সে হিসেবে মোহাম্মদ আব্দুল রাসুলেরও একই ভাগ্য বরণ করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত