ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ইটের বদলে পাটকেল ছুড়লেন ডমিঙ্গো

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬

ইটের বদলে পাটকেল ছুড়লেন ডমিঙ্গো

ইটের বদলে পাটকেল ছুড়লেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। উইকেট নিয়ে সমালোচনায় নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন তিনি। উইকেট বিতর্ক, একই একাদশ টানা খেলানো ও ক্রিকেটারদের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন এই প্রোটিয়া। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান রাসেল ডমিঙ্গো।

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ছাপিয়ে আলোচনায় ছিলো শের-ই বাংলার উইকেট। অবিশ্বাস্য এক উইকেট যাতে নাকানিচুবানি খেয়েছে দুই ক্রিকেট পরাশক্তি। জেতার জন্য কেন এই চেষ্টা, তা আলোচনায় ছিলো দেশজুড়ে।

ক্রিকইনফোকে ডমিঙ্গো বলেন, ‘বিশ্বকাপের উইকেটে খুব বেশি পরিবর্তন হবে না। আইপিএল খেলার পর এরকম-ই হবে, সেখানে স্পিনাররা সুবিধা পাবে। এই কন্ডিশন বা উইকেটে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দিবে। আমি পরিবর্তনে বিশ্বাসী নই। এক ম্যাচ হারলেই ওলট পালট আমার অপছন্দ। আমি বিশ্বাস রাখি, ওদের সময় দেই। পরিবর্তন সমাধান নয়। কখনো পারিপার্শ্বিক বিবেচনায় দলে বদল আসে। শুরুর দলটাকেই শেষ পর্যন্ত টেনে আনতে পছন্দ করি।’

টাইগারদের হেড কোচ আরো বলেন, রিয়াদ অবিশ্বাস্য। অধিনায়ক হিসেবে বেশ সফল। ওর দায়িত্ব জ্ঞান ও দলে ওর অবদান অতুলনীয়। ম্যাচের পরিস্থিতি বোঝা গুরুত্বপূর্ণ বিষয়। রিয়াদ জানে, কখন কি করতে হবে। আর ব্যাটেও সে দুর্দান্ত।

মুশফিক ও সাকিব প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘ওরা দুজনই অসাধারণ, ম্যাচ জয়ী। মুশফিক লম্বা ইনিংস খেলতে পটু। সাকিব দুই ভূমিকাতেই সেরা। ইনিংসের মাঝামাঝি ওদের ভূমিকা কার্যকর। আশা করছি, বিশ্বকাপে এই দুইজন পথ দেখাবে।’

মোস্তাফিজে মুগ্ধ ডমিঙ্গো বলেন, ‘ফিজ আমাদের সেরা অস্ত্র। বোলিংয়ে এতো সমৃদ্ধ যা সত্যি দারুণ। ফিজের অভিজ্ঞতা ও বৈচিত্র্য আমাদের সম্পদ। সাদা বলে সে অদ্বিতীয় পারফর্মার। কঠিন সময়েও সে ঝলক দেখাতে পারে। নতুনদের জন্য সে আদর্শ।’

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত