ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল, পাকিস্তান ছাড়ছে কিউইরা

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩২

নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল, পাকিস্তান ছাড়ছে কিউইরা
পাকিস্তান-নিউজিল্যান্ড

নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সরকার কিউই দলকে পাকিস্তান সফর বাতিলের নির্দেশ দিয়েছে। নিউজিল্যান্ড সরকার এবং এনজেডসি নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে, সফরটি আর হবে না।

আজ রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে হয়নি টস। এমনকি নিরাপত্তাজনিত কারণে দুই দলের ক্রিকেটারদের হোটেলেই রাখা হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট তাদের বিবৃতিতে জানায়, ‌‘পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার কথা ছিল দলের। সেখান থেকে পাঁচ ম্যাচের সিরিজ ছিল লাহোরে। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে, ব্ল্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেয়ার বন্দোবস্ত করা হচ্ছে।’

নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, পাকিস্তানে সফরকারি দলের জন্য যে ধরনের নিরাপত্তা দেয়া হয়, তাতে কোনো শঙ্কার প্রশ্ন নেই।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত