ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

৯২ রানে অলআউট ব্যাঙ্গালুরু

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:১০  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:১৬

৯২ রানে অলআউট ব্যাঙ্গালুরু

আইপিএলের দ্বিতীয় অংশের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৯২ রানে অলআউট হয়ে গেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের জন্য কলকাতার প্রয়োজন ৯৩ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত কলকাতার সংগ্রহ ২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ২০ রান।

সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হন কোহলি। প্রসিধ কৃষ্ণার দারুণ এক ডেলিভারি মিস করে এলবিডব্লিউ হন ব্যাঙ্গালুরু অধিনায়ক।

সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছিলেন দেবদূত পাডিক্কেল আর অভিষিক্ত শ্রীকর ভরত। কিন্তু পাডিক্কেল (২০ বলে ২২) পাওয়ার প্লের শেষ বলে আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে ব্যাঙ্গালুরু।

গ্লেন ম্যাক্সওয়েল (১৭ বলে ১০), এবি ডি ভিলিয়ার্স (০), শচিন বেবি (৭), ওয়ানিন্দু হাসারাঙ্গারা (০) দলের বিপর্যয় সামলাতে পারেননি। ডি ভিলিয়ার্স বোল্ড হন আন্দ্রে রাসেলের বলে।

উল্লেখ্য, আইপিএলের চলতি আসরে ৭ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে কলকাতা। অন্যদিকে ৭ ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত