ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

রোনালদোকে ছাড়া খেলতে নেমে হারলো ম্যানইউ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০১

রোনালদোকে ছাড়া খেলতে নেমে হারলো ম্যানইউ

ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে খেলতে নেমে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রোনালদোকে বিশ্রামে রেখে লিগ কাপে খেলতে নামে ম্যানইউ, প্রতিপক্ষ সেই ওয়েস্ট হ্যাম। কিন্তু এবার ফল হয়েছে ভিন্ন। নক আউট এ প্রতিযোগিতায় হেরে বিদায় নিয়েছে ওলে গার্নার সোলসারের দল ম্যানইউ।

কোচ জানিয়েছিলেন, রোনালদো প্রতিটি ম্যাচই খেলতে চায়। কিন্তু তার বয়স হয়েছে তাই তাকে মাঝে মাঝে বিশ্রাম দিয়েই খেলাতে হবে। কোচ এখন থেকে এমন সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবতে পারেন। একাদশে ১১ পরিবর্তন নিয়ে মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই ঘরে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে ওয়েস্ট হাম। শেষ ষোলোয় ওঠার পাশাপাশি ইউনাইটেডকেও বিদায়ের টিকিট ধরিয়ে দিল ডেভিড ময়েসের দল। ম্যানইউ থেকে বরখাস্ত হওয়ার পর নবম চেষ্টায় ইউনাইটেডের বিপক্ষে প্রথম জয়ের মুখ দেখলেন ওয়েস্ট হাম কোচ ময়েস।

রায়ান ফ্রেডরিকসের পাস থেকে ওয়েস্ট হামকে এগিয়ে দেয়া গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি। ৯ মিনিটে পিছিয়ে পড়ে ম্যাচের পুরো সময় ১টি গোল আদায় করতে পারেনি অ্যান্থনি মার্শিয়াল, জ্যাডন সানচো ও জেসে লিনগার্ডদের আক্রমণভাগ। অথচ আগের ম্যাচেই ওয়েস্ট হামের বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর তিন ম্যাচে ৪ গোল করেছেন পর্তুগিজ তারকা।

গোল করতে ২৭টি চেষ্টা চালিয়েও পারেনি ইউনাইটেড। ৬২ মিনিটে ম্যাসন গ্রিনউড ও ৭২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজকে নামিয়েও কাজ হয়নি। ম্যানইউ অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে শেষ দিকে নিজেদেরই অরক্ষিত করে ফেলেছিল। যদিও সে সুযোগ কাজে লাগাতে পারেনি ওয়েস্ট হ্যাম।

তিন বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দায়িত্ব পালনরত সোলসার এখনও কোন ট্রফি জিততে পারেননি। ম্যাচ শেষে হতাশ সোলসার বলেন, ‘তারা একটি গোল করার পর আমরা দীর্ঘ সময় ভালো খেলেছি। গোলের চেষ্টা করেছি, যদিও পরিসংখ্যান কিছু বোঝায় না, তবে ২৭টি শট নেয়া মানে ছেলেরা চেষ্টা করেছে।’

শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ২০০৭ সালের পর ওল্ড ট্রাফোর্ডে প্রথম জয়ের মুখ দেখা ওয়েস্ট হাম। এছাড়া অ্যাস্টন ভিলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে চেলসি। নির্ধারিত সময়ে খেলাটি ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। শেষ ষোলোয় চেলসির প্রতিপক্ষ সাউদাম্পটন।

টটেনহাম হটস্পারও জিতেছে টাইব্রেকারে। উলভহ্যাম্পারটনের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করে টটেনহাম। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোয় বার্নলির মুখোমুখি হবে দলটি। উইম্বলডনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর দেখা পেয়েছে আর্সেনালও। সেখানে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে মিকেল আর্টিটার দল।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত