ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

বিদেশি জামাই কিংসলে কি চান

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১০

বিদেশি জামাই কিংসলে কি চান
ছবি- সংগৃহীত

দেশের ঘরোয়া ফুটবলে পরিচিত এক নাম এলিটা কিংসলি। ২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে বাংলাদেশে প্রথম ফুটবলে যাত্রা শুরু। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, বিজেএমসি এবং আবারও আরামবাগের হয়ে খেলেছেন। ভালো পারফর্মেন্সে প্রতি মৌসুমেই আলোচনায় থাকেন তিনি।

বেশ কিছুদিন আগে বাংলাদেশি এক তরুণীকে বিয়ে করে নাগরিকত্বও পেয়েছেন বিদেশি কিংসলি। তার পারফরম্যান্সও ঈর্শ্বণীয়। সব মিলিযে এবার প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ছিল বাংলাদেশ জাতীয় ফুটবলের প্রথম অনুশীলন। যেখানে কিংসলেকে দেখা গেলো বেশ আনন্দিত।

সাফ টুর্নামেন্ট সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শেষে এলিটা কিংসলে বলেন, ‘জাতীয় দলের জার্সি পড়েছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের দিন ছিল। আমি ইমোশনাল হতে চাই না। কারন যখন জার্সি গায়ে চাপিয়েছি তখন ইমোশনাল হলে চলবে না। এখন আমি আমার কাজের প্রতি মনোযোগী হতে চাই। জাতীয় দলের হয়ে বাংলাদেশের জন্য কিছু করে দেখাতে চাই।’

কিংসলে আরও বলেন, ‘সব কিছু আমার জন্য নতুন নয়। কারণ অস্কারের অধীনে আমি আগেও খেলেছি। আমি জানি সব কিছু একই থাকবে আমার জন্য। সাফে আমরা ভাল করতে চাই। অনুশীলনে আমি এটাই উপভোগ করলাম। আমরা একসঙ্গে বাংলাদেশের মানুষের জন্য জয় ছিনিয়ে আনতে চাই। যদি আমি একাদশে খেলতে পারি, তাহলে আমি প্রমাণ করে দেবো কেন আমি এই জার্সি গায়ে চাপাতে চেয়েছি।’

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এমজে

  • সর্বশেষ
  • পঠিত