ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মনোনয়নপত্র কিনলেন পাপন

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫  
আপডেট :
 ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০

মনোনয়নপত্র কিনলেন পাপন

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবির নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিসিবি। যা কেনার শেষ দিন ছিলো শনিবার। আজ মিরপুর শের-ই-বাংলা এসে নিজের মনোনয়নপত্র কিনলেন বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মনোনয়নপত্র কেনার পর বিসিবি বস বলেন, আমি খুবই খুশি। কাল টিভিতে দেখেছি। দেখলাম অনেক নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।

ক্যাটাগরি ২ থেকে বোর্ড পরিচালক পদের জন্য নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন তিনি। এই ক্যাটাগরিতে ভোট দেবেন ঢাকার বিভিন্ন স্তরের ক্লাবের ৫৬ কাউন্সিলর। তাদের ভোটে ১২ জন নির্বাচিত হবেন পরিচালক পদে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রথম সরকার মনোনীত সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। এরপর ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/কেআই

  • সর্বশেষ
  • পঠিত