ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

সাকিবদের বড় লক্ষ্য দিলো চেন্নাই

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ২১:৪৯  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০২১, ০৪:৫৮

সাকিবদের বড় লক্ষ্য দিলো চেন্নাই

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪তম আইপিএলের ফাইনালে শুক্রবার রাতে মাঠে নামে কলকাতা নাইট রাইর্ডাস ও চেন্নাই সুপার কিংস। আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই। এবার তাদের সামনে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য। অপরদিকে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সফল দল হওয়ার মিশন সাকিবের কলকাতার সামনেও।

এমন সমীকরনের ম্যাচে টস ভাগ্য ছিলো কলকাতার পক্ষে। তবে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে চেন্নাই সুপার কিংস। তাই কলকাতা নাইট রাইর্ডাসকে জিততে হলে করতে হবে ১৯৩ রান।

এদিকে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে চেন্নাই। তবে দলীয় ৬১ রানে উদ্ভোধোনি জুটি ভাঙ্গেন সুনীল নারিন। তার শিকার রুতুরাজ। নারিনের বলে শিবম মাভির হাতে ক্যাচ দিয়ে সজঘরে ফিরেন রুতুরাজ। আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ২৭ বলে ৩২ রান। দলীয় ১২৪ রানে উথাপ্পার ঝড়ো ব্যাটিং থামান সেই নারিনই। এলবিডাব্লিউ হয়ে আউট হয় রবিন উথাপ্পা। আউট হওয়ার আগে তিনি করেন ১৫ বলে ৩১ রান।

এরপর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসাবে আসেন মঈন আলী। ক্রিজে নেমে তিনিও ছিলেন বিস্ফোরক। ইংলিশ ব্যাটসম্যান ২০ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৭ রানে অপরাজিত ছিলেন। ডু প্লেসি থেমেছেন শেষ বলে। ৫৯ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮৬ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ারের ক্যাচ হয়ে। উইকেটটি নেন মাভি।

সাকিব ৩ ওভারে ৩৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন ফার্গুসন, ৪ ওভারে ৫৬ রান দেন নিউ জিল্যান্ডপেসার। নারিন ৪ ওভারে ২৬ রান খরচায় নেন ২ উইকেট।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত