ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশকে হুঙ্কার স্কটল্যান্ডের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৬:৫৫

বাংলাদেশকে হুঙ্কার স্কটল্যান্ডের
প্রতীকী ছবি

দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাত পোহালেই শুরু হবে মাঠের লড়াই। রোববার মাস্কাটে বিশ্বকাপের প্রথম ম্যাচে বিকেল ৪টায় ওমানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি। দিনের দ্বিতীয় খেলায় রাত ৮টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড।

বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্বে 'বি' গ্রুপে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আছে বাংলাদেশ। তাই বলা যায় বাছাই পর্বের এই গ্রুপে ফেভারিট তকমা বাংলাদেশ গায়ে। র‍্যাঙ্কিং কিংবা নামে এই প্রমাণ একদম স্পষ্ট। তবে খাতায় কলমের হিসাব মানতে নারাজ স্কটল্যান্ডের কোচ শেন বার্জার।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে স্কটল্যান্ডের কোচ বাংলাদেশকে হুঙ্কার দিয়ে বলেন, 'নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে সব দলকেই বিপদে ফেলতে পারব, এটাই সহজ হিসাব। ছোট সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি আমরা কি করতে পারি। সেরা ক্রিকেট খেললে যেকোনো দলকে হারাব সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি।'

শেন বার্জার আরও বলেন,'বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের থেকে ওপরে দেখছি না। সব দলই আমাদের চ্যালেঞ্জ জানাবে। সবার জন্যই বড় ম্যাচ, আমরা প্রস্তুত। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামার আগে আমাদের জেতার মোমেন্টাম আছে। আমরা নেদারল্যান্ড, নামিবিয়াকে হারিয়েছি। গত কদিন ভালো ক্রিকেট খেলছি।'

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত