ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

শারজাহে ২৬ বছর পর মাঠে নামছে বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ২০:৫০

শারজাহে ২৬ বছর পর মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রোববার মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। এই ম্যাচের ভেন্যু আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম। এই মাঠে আগে কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি মাহমুদউল্লাহর দল। তাই শারজাহ স্টেডিয়ামে রোববার প্রথম বারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

তবে শারজাহতে ৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৫টি ম্যাচই হারে লাল সবুজেরা। সর্বশেষ এই মাঠে বাংলাদেশ খেলেছে ১৯৯৫ সালের ৮ এপ্রিল। দীর্ঘ ২৬ বছর পর আবারো এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে টাইগাররা। এই মাঠে ১৯৯০ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ।

অস্ট্রাল-এশিয়া কাপের নামে ঐ টুর্নামেন্টের ৪র্থ ও ৬ষ্ঠ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। কিউদের কাছে ১৬১ রানে এবং অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ১৯৯৫ সালে শারজাহতে পেপসি এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। কিন্তু ১৯৯৫ সালের পর শারজাহতে কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

  • সর্বশেষ
  • পঠিত