ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল স্কটল্যান্ড

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২০:০৩  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২১, ২১:৪৪

নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল স্কটল্যান্ড

নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দিয়েছে স্কটল্যান্ড। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্কটল্যান্ড। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৯ রানে শেষ হয় স্কটিশদের ইনিংস।

স্কটিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন মাইকেল লিস্ক। এ ছাড়া ওপেনার মেথ্যু ক্রস ১৯ ও ক্রিস গ্রিবস করেন ২৫ রান। নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে নামিবিয়া। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নামিবিয়া।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে স্কটল্যান্ড। তবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়া সুপার টুয়েলভে আজই প্রথম মাঠে নেমেছে।

নামিবিয়া একাদশ: ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, মাইকেল ফন লিঙ্গেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।

স্কটল্যান্ড একাদশ: জর্জ মুনসে, ক্রেইগ ওয়ালেস, কলাম ম্যাকলিওড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, মিচেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল। বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত