ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

নাসুমের সরল স্বীকারোক্তি

আমাদের দিয়ে হচ্ছে না

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২১:৩১  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২১, ২১:৩৯

আমাদের দিয়ে হচ্ছে না
নাসুম আহমেদ

হারের অভিজ্ঞতা সব সময়ই তিক্ত। কিন্তু জয় অহরহ ধরা দেয় না। হার যদি হয় একচেটিয়া, তাহলে তা সমালোচনা কুড়ায়। ইংলিশদের সঙ্গে বড় ব্যবধানের হারও নানা কারণে সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে বাংলাদেশ দলের স্পিনার নাসুম আহমেদ যা বললেন-

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাঠানো হয় স্পিনার নাসুমকে। কন্ডিশন সম্পর্কে প্রশ্ন করা হলে নাসুম বলেন, ‘এটা আসলে বাংলাদেশের মতো না। স্পিনাররা টার্ন পায়নি। আমরা চেষ্টা করেছিলাম এই রানে যদি লড়াই করতে পারি। আমাদের দ্বারা হয়নি।’

ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে নাসুম বলেন, ‘এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এ জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না। উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু হচ্ছে না।’

এ পরিস্থিতিতে কি করতে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাল খেলতে হবে।’ নাসুম বলেন, ‘বাইরে কি হচ্ছে না হচ্ছে- এইটা নিয়ে ভাবছি না। পারফর্ম কীভাবে করতে হবে, সেটা নিয়েই ভাবছি। ওইভাবে এপ্লাই করার চেষ্টা করছি। ওইটা নিয়ে তো আমরা বেশি একটা কথা বলছি না। টায়ার্ডনেস বলতে একদিন পর পর খেলা, তেমন একটা দখল যাচ্ছে না। জিততে পারছি না এইজন্য একটু ইয়ে লাগছে।’

নাসুম বলেন, ‘আমাদের তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ক্লিক করতে পারলে বাকি দুটোও ক্লিক করতে পারব। আর একটা জিতলে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হয়ে যাব। কারণ, বাংলাদেশে যে ম্যাচ জিতেছিলাম, আত্মবিশ্বাস উঁচুতে ছিল। ওমানে প্রথম ম্যাচ হারলেও বাকি দুটো জিতে সুপার টুয়েলভে এসেছি।’ তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা থাকে ভাল কিছু করার, হচ্ছে না- এটা আমাদের ব্যাড লাক।’

নাসুম বলেন, ‘প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে- একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একটা ব্যাটসম্যান বা বোলার একটা পারফর্ম করলে জেতার একটা চান্স থাকে। একটা কথা বারবার বলছি, আমরা চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না।

হচ্ছে না নাকি পারছেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পারছি না বলতে সেটা না আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে এক্সুকিউট করতে পারছি না।’

তিনি বলেন, ‘নামার আগে লক্ষ্য ছিল এই রান যাতে ডিফেন্ড করতে পারি। বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়। কিন্তু ভেতরে অন্যরকম।’

সাহস নিয়ে না খেলা ব্যাটসম্যানদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভয় থাকলে ক্রিকেট হয় না। আমাদের কার মনে ভয় নেই?’

আরব আমিরাতের আবহওয়া প্রসঙ্গে নাসুম বলেন, ‘না আসলে গরমের জন্য না। আমরা তো আসলে চেষ্টা করতেছি ভাই, বারবার একই প্রশ্ন করছেন, একই উত্তরই দিচ্ছি। চেষ্টা করছিই।’

বাংলাদেশ জার্নাল/ আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত