ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘খলনায়ক’ হাসান হতে পারে বাংলাদেশের জন্য ভয়ংকর

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ১৬:৫৯  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০২১, ১৭:০১

‘খলনায়ক’ হাসান হতে পারে বাংলাদেশের জন্য ভয়ংকর

সদ্য শেষ হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচের গুরুত্ব কতোটা, তা পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলীর থেকে বেশি বোঝার কেউ নেই বর্তমান ক্রিকেট বিশ্বে। কোটি ভক্তের হৃদয়ভাঙা আর্তনাদ, বিশ্বকাপটাই ফেলে দিয়েছেন হাসান আলী।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দানব হয়ে ওঠা ম্যাথু ওয়েডের সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন পাক পেসার হাসান। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। ঠিক সেই ক্যাচের মাসুল হিসাবে বিশ্বকাপ থেকেই ছিটকে যায় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যাচ মিসের পর নানা সমালোচনায় পুড়েছেন হাসান আলী। পরে নিজেই জানিয়েছেন সবার থেকে বেশি হতাশ তিনি নিজেই। সোমবার মিরপুর শের-ই-বাংলার একাডেমি মাঠে সেই হাসান আলীকে দেখা গেলো ক্যাচ অনুশীলনে। ঘণ্টার পর ঘণ্টা করেছেন শুধু ক্যাচ প্র‍্যাকটিস। যাতে বাংলাদেশের বিপক্ষে সেই ভুল পুনরাবৃত্তি না হয়। তাই বলা যায় খলনায়ক বনে যাওয়া হাসান হতে পারেন বাংলাদেশের জন্য ভয়ংকর।

এদিকে সদ্যসমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলে ক্যাচ মিসের মহড়া ছিলো চোখে পড়ার মতো। ফলে এক প্রকার খালি হাতে বিশ্বমঞ্চ থেকে ফিরে এসেছেন মাহামুদউল্লাহর দল। বিশ্বকাপে লিটন, আফিফদের ক্যাচ মিস বাংলাদেশকে ভালো ভুগিয়েছে। কিন্তু বিশ্বকাপের ভুল থেকে শুধরে নিতে ক্যাচ অনুশীলনে জোর দিয়েছে বাংলাদেশ। প্রথমদিন ফিল্ডিং অনুশীলনের বেশিটা সময় ছিলো ক্যাচকেন্দ্রিক।

বাংলাদেশ ফিল্ডিং কোচ রায়ান কুককে পাকিস্তান সিরিজের আগেই তাড়িয়ে দিয়েছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবি। কুকের জায়গায় নতুন কোচ মিজানুর রহমান বাবুলকে নিয়োগ দিয়েছে বিসিবি। সেই বাবুলের নেতৃত্বে বাংলাদেশ কেমন করে, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/আরকে

  • সর্বশেষ
  • পঠিত