ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আইসিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে বলে থুথু লাগালেন হাসান আলী

  ক্রীড়া প্রতিবেদক, চট্রগ্রাম থেকে

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৭:৪৯

আইসিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে বলে থুথু লাগালেন হাসান আলী

করোনার কারণে বিশ্ব ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা আইসিসি ২০২০ সালের মার্চ মাসে বল উজ্জ্বল করার জন্য লালা প্রয়োগের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়। খেলার সময় বল উজ্জ্বল করার জন্য লালা প্রয়োগ করলে করোনার মতো ভাইরাস খুব দ্রুতই ছড়িয়ে পরতে পারে। তাই খেলোয়াড়রাও এ ধরনের স্বাস্থ্য পরামর্শ অনুসরণ করে যাচ্ছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৯২.২ ওভারে বল উজ্জ্বল করতে লালা ব্যবহার করতে দেখা যায় পাকিস্তানের পেসার হাসান আলীকে।

এ বিষয়ে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবির এক কর্মকর্তা বলেন, পাকিস্তানের পেসার হাসান আলীর উচিৎ ছিল বল উজ্জ্বল করার জন্য লালা প্রয়োগ করা থেকে নিজেকে বিরত রাখা। কারণ এটি একটি ঝুঁকিপূর্ণ আচরণ, যেখানে খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তারা বিশাল বিপদে পড়তে পারে। টিকা কার্যকর হওয়ার পরেও এটি বিশাল ঝুঁকিপূর্ণ। তার নিজেকে বিরত রাখা উচিৎ ছিল। বিসিবি এবং পিসিবির মধ্যে আমরা একটি চুক্তি করেছি তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে খেলা থাকাকালীন বলের উপর থুতু ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ।'

করোনার প্রাদুর্ভাবের পর বলে লালা লাগানোর বিষয়ে আইসিসি যে স্বাস্থ্য পরামর্শ প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, 'খেলোয়াড়দের বল উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। যদি কোনও খেলোয়াড় বলের উপর লালা প্রয়োগ করে তাহলে আম্পায়াররা খেলোয়াড়দের জন্য সমন্বয়ের প্রাথমিক সময়কালে কিছুটা নম্রতার সাথে পরিস্থিতি পরিচালনা করবেন। তবে পরবর্তী উদাহরণগুলির ফলে দলটি একটি সতর্কবার্তা পাবে।'

একটি দলকে প্রতি ইনিংসে দুটি সতর্কবার্তা জারি করা যেতে পারে তবে বলের উপর বারবার লালা ব্যবহারের ফলে ব্যাটিং দলের কাছে ৫ রানের পেনাল্টি হবে। যখনই বলের উপর লালা লাগানো হবে, আম্পায়ারদের নির্দেশ দেয়া হবে খেলা পুনরায় শুরু হওয়ার আগে বল পরিষ্কার করতে।

এখন এই বিষয়ে বিসিবির অবস্থান কী হবে?

নাম প্রকাশ করতে অনিচ্ছুক বিসিবির ঐ কর্মকর্তা বাংলাদেশ জার্নালকে বলেন, এই পরিস্থিতিতে ফিল্ড আম্পায়ার এবং ম্যাচ রেফারির অভিযোগ নিয়ে আসা উচিত। কোভিড-১৯ এর প্রথম পর্যায়ে এই ধরনের আচরণ পুরোপুরি নিষিদ্ধ ছিল। যাই হোক, কোভিড-১৯ টিকাকরণ কার্যকর হওয়ার পরে বাস্তবতা পরিবর্তন হতে শুরু করেছে। কারণ কোভিড ভাইরাসের পরিবর্তিত প্রকৃতির কারণে এই ধরণের কাজটি গুরুতরভাবে নেয়া হচ্ছে না।'

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এমজে

  • সর্বশেষ
  • পঠিত