ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

ভারতের সঙ্গে আমরা পেরে উঠি না

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:২৬

ভারতের সঙ্গে আমরা পেরে উঠি না

তিন সেটে ভারতের বলরাজ কাজলার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেননি বাংলাদেশের শাটলার শুভ খন্দকার। হেরেছেন ১৯-২১, ২১-১৭, ১৯-২১ পয়েন্টে। অন্যদিকে স্বাগতিক দলের আকিব সোলায়মান লড়াই করেও ভারতের বিকাশ প্রভু রাধাকৃষ্ণানের কাছে হেরে যান ২১-১৭, ২১-১৮ পয়েন্টে।

বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে এমন হতশ্রী দশাই দেখা গেল স্বাগতিক শাটলারদের। আকিব সোলায়মান অবশ্য নিজেদের অক্ষমতার কথা স্বীকার করলেন অকপটে, ‘ভারতীয় শাটলারদের র‌্যাংকিং আমাদের অনেক উপরে। তাদের সঙ্গে আমরা পেরে উঠি না।’

পুরুষ এককের বাছাই পর্বে (রাউন্ড অব ৩২) বাংলাদেশের এসএসএম সিফাত উল্লাহ হেরে গেছেন ইন্দোনেশিয়ার আলভি ফারহানের কাছে ১৬-২১, ৭-২১ পয়েন্টে। বাংলাদেশের আল আমিন জুমার হেরে গেছেন ইন্দোনেশিয়ার আলভি উইজায়া চেয়ারউল্লাহর কাছে ৯-২১, ৫-২১ পয়েন্টে। বাংলাদেশের নাজমুল ইসলাম জয় ১৩-২১, ১২-২১ পয়েন্টে হেরে গেছেন ইন্দোনেশিয়ার ইয়োহানেস সুয়াত মার্সেলিনোর কাছে।

বাংলাদেশের মুক্তার হোসেন ৮-২১, ১০-২১ পয়েন্টে হেরে গেছেন ইন্দোনেশিয়ার সুলিসতিও টিগারের কাছে। মেয়েদের এককের বাছাইপর্বে (রাউন্ড অব ১৬) বাংলাদেশের নাসিমা খাতুন ৯-২১, ৯-২১ পয়েন্টে হেরে গেছেন মালয়েশিয়ার ভেনোসা রাধাকৃষ্ণানের কাছে। বাংলাদেশের রেশমা আক্তার ৭-২১, ৫-২১ পয়েন্টে হেরে গেছেন ভারতের তাসনিম মিরের কাছে।

বাংলাদেশের ফাতিমা বেগম ওয়াকওভার পেয়েছেন ভারতের নিভেথা মুথুকুমারের বিপক্ষে। বাংলাদেশের আবদুল হামিদ লোকমান হেরে ৬-২১, ৬-২১ পয়েন্টে হেরে গেছেন ভারতের সিদ্ধান্ত গুপ্তের কাছে। তবে জয় পেয়েছেন বাংলাদেশর শাহেদ আহমেদ। তিনি ২১-৮, ২১-১৫ পয়েন্টে হারিয়েছেন শ্রীলংকার সিয়াথ সেনারত্নকে। বাংলাদেশের খন্দকার আবদুস সোয়াদ জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ আলিফ আহমেদ ফেয়ারুজলির বিপক্ষে ২১-১৩, ২১-১৩ পয়েন্টে।

বাংলাদেশ জার্নাল/ আইএইচ/এমএম

  • সর্বশেষ
  • পঠিত