ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

দিনের শুরুতে আজহারকে ফেরালেন এবাদত

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১১:১০  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০২১, ১১:২৯

দিনের শুরুতে আজহারকে ফেরালেন এবাদত

বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের চতুর্থ দিনের শুরুতেই আজহার আলীকে সাজঘরে পাঠিয়েছেন পেসার এবাদত হোসেন। এবাদতের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হয়নি। লিটন দাসের সহজ ক্যাচে ৫৬ রানে আউট হন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফাওয়াদ আলম এসেছেন।

পাকিস্তান: ১৯৩/৩ (বাবর ৭২*, ফাওয়াদ ০*)

টানা বৃষ্টির কারণে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়েছে চতুর্থ দিনের খেল । মিরপুরের আকাশ এখনো মেঘলা। দেখা নেই সূর্যের। ফ্লাড লাইটের আলোতে চলছে খেলা। দিনের প্রথম সেশন শুরু হয় সকাল ১০টা ৫০মিনিটে এবং শেষ হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। আধাঘণ্টার মধ্যহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে দুপুর ১টা ১০মিনিটে এবং তা শেষ হবে বিকেল ৩টা ১০ মিনিটে। ২০মিনিটের চা বিরতি শেষে দিনের তৃতীয় ও শেষ সেশন শুরু হবে সাড়ে তিনটায় এবং শেষ হবে সাড়ে ৫টায়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত