রিয়ালের ঘরে এক ডজন স্প্যানিশ সুপার কাপ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:০১ আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:০৬

অ্যাতলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ১২তম শিরোপা ঘরে তুললো ইউরোপের সবচেয়ে সফলতম দলটি।
|আরো খবর
গত শনিবার দিবাগত রাতে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টোডিয়ামে ফাইনালের গোটা ম্যাচেই আধিপত্য বিস্তার ছিল রিয়াল মাদ্রিদ-এর। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রাখে দলটি।
ম্যাচের ৩৮তম মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট বিলবাও ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় রিয়াল। এরপর ম্যাচের ৫২ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার নিজেই।
ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান কমানোর সুযোগ পায় বিলবাও। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় তিনি। শর্টটি রুখে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দে মাতে কার্লো আনচেলত্তির দল।
বাংলাদেশ জার্নাল/সেফু/পিএল