ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

শূন্য থেকে শুরু করতে চান কাবরেরা

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:১৩

শূন্য থেকে শুরু করতে চান কাবরেরা
ছবি সংগৃহীত

আগেই ঢাকায় এসেছেন জাতীয় দলের নতুন কোচ স্প্যানিশ হাভিয়ের কাবরেরা। তার কাছে জয় চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তাই কাবরেরার জন্য বুধবার ছিল ভিন্ন একটি দিন। বাফুফেতে এসে জাতীয় দল কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন জেনেই দুপুর থেকে মিডিয়া কর্মীদের ভীড় বাড়তে থাকে বাফুফে ভবনে।

বেশ কয়েক বছর ফুটবল কোচিংয়ের সঙ্গে জড়িয়ে থাকলেও জাতীয় দলে এবারই প্রথম কাবরেরা। বিষয়টি জটিল করে দেখছেন না এই স্প্যানিশ কোচ, ‘জাতীয় দলে প্রথম হলেও আমার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে বেশ। এই উপমাহাদেশেও (ভারতীয় ক্লাব) কাজ করেছি।’

১১ মাসের জন্য চুক্তিবদ্ধ হওয়া কাবরেরার অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জুনে এশিয়ান কাপ বাছাই। করোনার জন্য একটি নিরপেক্ষ ভেন্যুতে হবে এই প্রতিযোগিতা। চার দলের গ্রুপে পড়বে বাংলাদেশ। তিন ম্যাচে গ্রুপের রানার্সআপ হতে পারলে ১৯৮০ সালের পর ফের এশিয়া কাপ খেলতে পারবে বাংলাদেশ। তবে স্বপ্ন দেখাচ্ছেন না হাভিয়ের।

তার কথায়, ‘আমি স্টেপ বাই স্টেপ এগুতে চাই। আগে খেলোয়াড়দের দেখতে চাই। মার্চে ফিফা উইন্ডো রয়েছেন। এরপর এশিয়ান কাপ বাছাই নিয়ে ভাবব। তবে অবশ্যই এশিয়া কাপে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে যাব। আমি শূন্য থেকে শুরু করতে চাই। পরিশ্রম করে সাফল্যকে স্পর্শ করতে চাই।’

ফিফা র‍্যাংকিংয়ে এখন বাংলাদেশের অবস্থান ১৮৬ নম্বরে। এক বছর পর মেয়াদ শেষে বাংলাদেশের র‌্যাংকিংয়ের উন্নতি চান হ্যাভিয়ের, ‘এক বছর কোথায় থাকব সেটা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র‌্যাংকিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’

বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই কোচের উপর ভরসা করতে চান। তিনি বলেন, ‘আপনাদের মতো আমরা সবাইও জাতীয় দলের সাফল্য চাই। সাম্প্রতিক সময়ে খুব কাছাকাছি গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। আশা করব কোচ সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমরা তাকে প্রয়োজনীয় সহায়তা দিব।’

আপাতত জাতীয় দলের কোন খেলা নেই। তাই ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগ শুরুর আগেই হাভিয়ের বিভিন্ন ক্লাবের প্রশিক্ষণ দেখতে যাবেন। লিগ শুরু হলে ভেন্যুতে ভেন্যুতে ঘুরে খেলা দেখবেন। বাংলাদেশে আসার আগে জাতীয় দলের কিছু ম্যাচের ভিডিও এবং সর্বশেষ দুই টুর্নামেন্টের কিছু ম্যাচ দেখেছেন। সেগুলো পর্যবেক্ষণ করবেন হাভিয়ের। হাভিয়েরের সহকারী কারা হবেন সেটি এখনো ঠিক করেনি ফেডারেশন। তার সঙ্গে আলোচনা করে কিছু দিনের মধ্যেই চূড়ান্ত করবে বাফুফে।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

  • সর্বশেষ
  • পঠিত