ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

বিপিএলের পর্দা উঠছে মিরপুরে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ১৩:১৮

বিপিএলের পর্দা উঠছে মিরপুরে

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আজ দুপুর দেড়টায় মিরপুরের হোম অব ক্রিকেটে ফরচুন বরিশাল আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্য দিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল ২০২২।

আজ প্রথমদিনে বিপিএলে ম্যাচ হবে দুটি। দিনের ওপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা আর খুলনা টাইগার্স।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে বেশ শক্তপোক্ত দল নিয়েই মাঠে নামছে বরিশাল। যদিও ব্যাটিং দানব ক্রিস গেইল আর আফগান স্পিনার মুজিবুর রহমান এখনও দলের সাথে যোগ দেননি। তবে তারপরেও দলে নামীদামী নামের অভাব নেই। প্রথম ম্যাচেই বরিশাল পাচ্ছেন ক্যারিবীয় টি-টোয়েন্টি ফেরিওয়ালা ডোয়াইন ব্রাভোকে। দেশিদের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুরসহ হার্ডহিটার জিয়াউর রহমান। বিদেশিদের মধ্যে আরো আছেন আলজারি জোসেফ।

অন্যদিকে তরুণ মেহেদি হাসান মিরাজের কাঁধে উঠছে তারুণ্যনির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বভার। প্রথম ম্যাচে শক্তিশালী বরিশালের বিপক্ষে মিরাজ পাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আকবর আলিদের। দলে অভিজ্ঞ বলতে পাবেন সাব্বির রহমান আর নাইম ইসলামকে।

অন্যদিকে দিনের ওপর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের তারকা নির্ভর ঢাকা মাঠে নামবে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের বিপক্ষে। ঢাকার হয়ে এবারের আসরে একসাথে খেলছেন মাহমুদুল্লাহ, তামিম ইকবাল আর মাশরাফি বিন মর্তুজা। যদিও ইনজুরির জন্য প্রথম দুই ম্যাচে মাশরাফিকে খেলাতে পারছে না দল, তবে দলে তারকা আর অভিজ্ঞতার কমতি নেই একটুখানিও।

পঞ্চপান্ডবের ভেতর তিন পান্ডবকে এবার একাই দলে ভিড়িয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও আছেন অভিজ্ঞ রুবেল হোসেন, শফিউল ইসলাম, আরাফাত সানিসহ তরুণ এবাদত হোসেন, নাঈম শেখ । অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ঢাকাকে এবার শিরোপার অন্যতম দাবিদার বলাই যায়।

অন্যদিকে মুশফিকের খুলনা টাইগার্সে আছেন সৌম্য সরকার, ফরহাদ রেজা, রনি তালুকদার, কাম্রুল ইসলাম রাব্বিদের অভিজ্ঞরা। বিদেশিদের ভেতর খুলনার সবচেয়ে বড় নাম শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত থিসারা পেরেরা। গত আসরের শিরোপা খরা কাটাতে এবার প্রথম থেকেই জয়ের জন্য মুখিয়ে থাকবে মুশফিকের খুলনা।

কোটি টাকার এবার বিপিএলে থাকছে না ডিআরএস পদ্ধতি। করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মানার ওপরও জোর দেয়া হয়েছে বিপিএল কমিটি থেকে। এবারের বিউপ[ইএল আসর হবে দেশের তিনটি ভেন্যুতে। প্রথম পর্বে ঢাকার পর চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরবে দলগুলো। এরপর আবার যাবে সিলেটে। সেখান থেকে আবার ঢাকায় ফিরে হবে টুর্নামেন্টের শেষভাগ।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত