ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ঢাকার টার্গেট ১৬২

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৯:২৫  
আপডেট :
 ২২ জানুয়ারি ২০২২, ১৯:৩০

ঢাকার টার্গেট ১৬২
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর চতুর্থ ম্যাচে মিনিস্টার ঢাকাকে ১৬২ রানের টার্গেট দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের হোম অব ক্রিকেটে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে বন্দরনগরীর দলটিকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ইনিংসের একবারে শুরুতে অবশ্য রিয়াদের সিদ্ধান্তকে সঠিকই মনে হচ্ছিলো। দলীয় ৬ রানেই রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান চ্যালেঞ্জার্স ওপেনার কেনার লুইস। তারপর অবশ্য পুরো পাওয়ার প্লেতে ঢাকার বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন চট্টগ্রামের উইল জ্যাকস আর আফিফ হোসেন। পাওয়ারব প্লের ৬ অভার শেষে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫০ রান।

তবে পাওয়ার প্লের ঠিক পরেই খেই হারান এই দুই ব্যাটার। পরপর দুই ওভারে আফিফ আর ২৪ বলে ৪১ রানের ঝড় তুলে জ্যাকস ফিরে গেলে এবার হাল ধরেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর নিজেকে ফিরে পেতে মরিয়া সাব্বির রহমান রুম্মন।

দুজন মিলে জুটি গড়েন ৪৪ রানের। দুজনই হাত খুলেই খেলছিলেন। দলীয় ১০০ রানের মাথায় মিরাজ আউট হলে এই জুটি ভাঙে। সাব্বির রহমানও আউট হয়ে যান ১৭ বলে ২৯ রান করে। তাদের পর নেমে শামীম হোসেন আর নাইম ইসলাম তেমন একটা সুবিধা করতে পারেননি। দুজইন দ্রুত সাজঘরে ফিরলে চট্টগ্রামের স্কোর দাড়ায় ৭ উইকেটে ১২৭।

সেখান থেকে বেনি হাওয়েল আর নাসুম আহমেদ মিলে দলের ইনিংস দেড়শ পার করান। বেনি হাওয়েল ১৯ বলে ৩৭ রানের এক ক্যামিও খেলে ইনিংসের শেষ বলে যখন আউট হন দলের রান তখন ১৬১।

ঢাকার হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে রুবেল হোসেন নিয়েছেন ৩ উইকেট।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত