ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

পিএসএলের আগ মুহুর্তে করাচি স্টেডিয়ামে আগুন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৩:৪৪  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২২, ১৫:২৩

পিএসএলের আগ মুহুর্তে করাচি স্টেডিয়ামে আগুন
ছবি- সংগৃহীত

জানুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের সপ্তম আসর। কিন্তু তার ঠিক দুই দিন আগে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলো করাচির জাতীয় স্টেডিয়ামে।

মঙ্গলবার রাতে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায় টুর্নামেন্টের অন্যতম এই স্টেডিয়ামের ভেতর থেকে। মাঠের সীমানা দড়ির বাইরে পিএসএলের জন্য বসানো অস্থায়ী ধারাভাষ্য কক্ষে এই আগুন লেগেছে বলে জানা গেছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, মূলত বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে লেগেছিল সেই আগুন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করে সূত্রটি।

এই ঘটনার প্রসংঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, এখন থেকে এমন কোনো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য স্টেডিয়ামে সার্বক্ষণিক ফায়ার বিগ্রেড ও ফায়ার সার্ভিস কর্মী নিযুক্ত থাকবেন।

উল্লেখ্য, করাচির জাতীয় স্টেডিয়ামের মূল ধারাভাষ্য কক্ষটি তৃতীয় তলায় অবস্থিত। কিন্তু এবারের পিএসএলে জৈব সুরক্ষা বলয় সুরক্ষিত রাখার জন্য সেটিকে মাঠের বাইরে নামিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সেফু/এমএস

  • সর্বশেষ
  • পঠিত