ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের বাধা শক্তিশালী ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:১৩  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২২, ১৫:২২

কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের বাধা শক্তিশালী ভারত
ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ২৯ জানুয়ারি যুবাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সবশেষ এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। সুতরাং বলা যায় কঠিন পরীক্ষার সামনে টাইগার যুবারা।

তবে ২০২০ দক্ষিন আফ্রিকায় আনুষ্ঠিত বিশ্বকাপে সেই পরাশক্তি ভারতকেই ৩ উইকেটে হারিয়েছিলো বাংলার যুবারা ।

ক্যারিবীয় দ্বীপে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে পা রাখা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা হয় ইংল্যান্ডের কাছে বড় হার দিয়ে। তারপরেই ঘুড়ে দাড়ায় টাইগাররা। বিশ্বকাপ মঞ্চে তাই আত্মবিশ্বাসী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রাকিবুলরা।

নিজেদের গ্রুপের বাকি দুই দল কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

এবারের বাধা প্রতিবেশি দেশ ভারত। এমন ম্যাচের আগে কি ভাবছে দল.?

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আজ (বৃহস্পতিবার) দলের টপ অর্ডার ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল জানান ‘২৯ জানুয়ারি ভারতের বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওই ম্যাচ লক্ষ্য করে আমাদের দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খুব ভালো করে জিতেছি। দলের আত্মবিশ্বাস এখন খুব ভালো আছে। আমাদের এই মোমেন্ট টাইমটা ক্যারি অন করার ইচ্ছা আছে।’

কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হবে অ্যান্টিগা ও বারবুডায়। একদিন বিশ্রামের পর বুধবার অনুশীলন করেছে পুরো দল। আগামী দুদিনের সময়টা কাজে লাগিয়ে মরিয়া রাকিবুলরা। নাবিল আরও জানান, ‘এখানে আসার পর আমাদের একদিন ব্রেক ছিল। টিম বন্ডিংয়ের জন্য আমরা সম্ভাব্য সবকিছু করছি। এগুলো আমাদের অনেক বুস্টআপ করেছে। আপাতত আমরা ট্রেনিং করছি ওই ম্যাচ ঘিরে। আমাদের খুব ভালো লাগছে, সবাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু করবো, আমাদের মূল ফোকাস এখন এই ম্যাচটার ওপর।’

বয়সভিত্তিক ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্য সামান্যই। ২০২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনও ম্যাচেই তাদের হারাতে পারেনি বাংলাদেশ দল। সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে তিনটিই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। নাবিল বিশ্বাস করেন, প্রসেস মেনে খেলতে পারলে সেমিফাইনালে যাওয়া সম্ভব। কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে ‘সিম্পল’ একটি ম্যাচ ভেবেই মাঠে নামতে চায় যুব দল, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচটাকে জাস্ট একটা সিম্পল ম্যাচ হিসেবে নিয়ে এগোচ্ছি। প্রসেসটা মেইনটেইন করতে পারলে দিনশেষে ফল আমাদের দিকে আসবে ইনশাআল্লাহ।’

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত