ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফুটবল বিশ্বকাপে এশিয়া থেকে সবার আগে ইরান

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০৪:০৩

ফুটবল বিশ্বকাপে এশিয়া থেকে সবার আগে ইরান

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ খেলায় ইরান তাদের প্রতিদ্বন্দ্বী ইরাককে ১-০ গোলে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে ইরান ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

বৃহস্পতিবার তেহরানে এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের বাছাইপর্বে ইরাকের বিপক্ষে ৪৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন দলে ফেরা থারেমি। কোচের সঙ্গে দ্বন্দ্ব থাকায় গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচগুলিতে খেলা হয়নি পোর্তোর এই ফরোয়ার্ডের।

অন্যদিকে লেবাননকে ১-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষে আছে ইরান। সমান ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট ৯।

ইরান ১৯৪৮ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্য হিসেবে রয়েছে। এর আগে দেশটি ১৯৭৮ প্রথম ফিফা বিশ্বকাপে অংশ নেয়। এরপর ১৯৯৮, ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের মূল পর্বে খেলে ইরান। বর্তমানে ফিফা র‍্যাংকিং-এ ইরানের অবস্থান ২১ তম।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত