ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ওজন কমিয়ে উশুতে স্বর্ণজয় কচির

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ২০:০৪  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২২, ২০:৪৫

ওজন কমিয়ে উশুতে স্বর্ণজয় কচির

জাতীয় নারী কাবাডি দলের নিয়মিত সদস্য বাংলাদেশ আনসারের কচি রানী মন্ডল। কাবাডির পাশাপাশি উশুতেও খেলে থাকেন দুই সন্তানের এই জননী।

আট কেজি ওজন কমিয়ে এসেছেন উশু খেলতে। তাতেই বাজিমাত। ফাইনালে ময়মনসিংহের পারভীন খাতুনকে হারিয়ে জিতেছেন স্বর্ণপদক। শনিবার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের সান্দা ইভেন্টে স্বর্ণ জেতেন তিনি।

তার কথায়, ‘এই শীতের মধ্যেও আমি আট কেজি ওজন কমিয়ে জাতীয় উশু খেলতে এসেছি। করোনার কারণে ছেলে মেয়েদের আনতে পারিনি। ভাল লাগছে যে, স্বর্ণপদক নিয়ে ফিরতে পারছি।’

তৃতীয় দিন শেষে আনসার পাঁচটি স্বর্ণ ও চারটি রুপা জিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে চারটি স্বর্ণ, দুটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এসএস

  • সর্বশেষ
  • পঠিত