শিরোপা জিততে বরিশালের দরকার ১৫৩ রান
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

কোয়ালিফায়ারে নারাইন যেখানে শেষ করেছিলেন যেখানে, আজ যেন শুরু করলেন ঠিক সেখান থেকেই। লিটন দাসের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে আজও তান্ডব চালালেন বরিশালের বোলারদের ওপর দিয়ে।
ওপেনিংয়ে নারাইন ঝড় আর মিডল অর্ডারে মঈন আলীর দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে কুমিল্লার সংগ্রহ ৯ উইকেটে ১৫২ রান। বরিশালের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য ১৫৩।
নারাইন ঝড়ে প্রথম তিন ওভারেই কুমিল্লা তুলে ফেলে ৪০ রান। লিটন দাসের অবদান মাত্র ৪ রান। তৃতীয় ওভারের শেষ বলে গিয়ে লিটন আউট হন সাকিবের বলে।
নারাইন ঝড় চলেছে তারপরও। নারাইন শেষ পর্যন্ত থেমেছেন ৫ চার আর ৫ ছয়ে ২৩ বলে ৫৭ রান করে। মাত্র ৫.২ ওভারে দলীয় ৬৯ রানের মাথায় নারাইন আউট হন মেহেদী হাসান রানার বলে।
নারাইন আউট হওয়ার পরই কুমিল্লার ব্যাটিং লাইনআপ যেন বেহুলার বাসর ঘরের মতোই ভেঙে পড়লো। মাহমুদুল হাসান জয়, ফ্যাফ ডু প্লেসিস আর ইমরুল কায়েস সবাই ফিরেছেন এক ব্যর্থ হাতেই। ৬৯ রানে দুই উইকেট হারানো কুমিল্লা মুহুর্তের মধ্যেই হয়ে যায় ৬ উইকেটে ৯৫।
এরপর আবার কুমিল্লার ব্যাটিংয়ে হাল ধরেন মঈন আলী আর পেসার আবু হায়দার রনি। দুজন মিলে গড়ে তোলেন ৫৪ রানের জুটি। মঈন আলী আউট হন ৩২ বলে ৩৮ রান করে। শেষের দিকে দ্রুত উইকেট হারালে আর বেশিদুর গড়ায়নি কুমিল্লার ইনিংস।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে ভিক্টোরিয়ান্স। প্রথম শিরোপা জয়ে ১৫৩ রান পার করতে হবে সাকিব আল হাসানের বরিশালকে।
বাংলাদেশ জার্নাল/ এসএস/এমএম