ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মেজর লিগ সকারে মেসিকে আমন্ত্রণ হিগুয়েনের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২

মেজর লিগ সকারে মেসিকে আমন্ত্রণ হিগুয়েনের
ফাইল ছবি। সংগৃহীত

ছিলেন জাতীয় দলের অনেকদিনের সতীর্থ। বন্ধুত্ব বা সখ্যতা দুজনের ভেতর বেশ ভালোমতোই রয়েছে। সেই বন্ধুত্বের টানেই এবার লিওনেল মেসিকে মেজর লিগ সকারে খেলার আমন্ত্রণ জানালেন গঞ্জালো হিগুয়েন।

নিজের ফুটবল ক্যারিয়ারের সকল প্রাপ্তি যেখান থেকে সেই বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্ক শেষ করে এই মৌসুমের শুরুতে মেসি পাড়ি জমিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে। তবে মৌসুমের অর্ধেক পেরিয়ে গেলেও নতুন ক্লাবে যেন এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেননি নিজেকে। লিগ ওয়ানে এখন পর্যন্ত করেছেন মাত্র ২ গোল। হিগুয়েন এখন খেলছেন আমেরিকার মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। হিগুয়েনের ধারণা, মেসি মেজর লিগে গেলে সেখানে নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়ে সেরা পারফর্ম করতে পারবে। তাই তো মেসিকে আমন্ত্রণ জানিয়েই রাখলেন তিনি।

হিগুয়েন বলেন, ‘আমি আশা করি সে (মেসি) আসবে। লিগ ও দেশের জন্য এটা হবে মঙ্গলজনক। যদি সে চায় তাহলে এখানে অনেক স্বাচ্ছন্দ্যে ও খুশিতে থাকতে পারবে। মেজর লিগ সকার খুব গুরুত্বপূর্ণ লিগ, ধীরে ধীরে এর পরিধি বৃদ্ধি পাচ্ছে। বড় বড় তারকারা আসছেন, ভবিষ্যতে আরও অনেক উন্নতি করবে এই লিগ।’

এদিকে তারই আরেক সাবেক সতীর্থ হৃদরোগের কারণে অনাকাঙ্ক্ষিত অবসরে যাওয়া সার্জিও আগুয়েরোকে নিয়ে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে কোনো ফুটবলারই এভাবে অবসরে যেতে চায় না কিন্তু আগুয়েরোর অসাধারণ একটা ক্যারিয়ারও আছে। সে প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা বিদেশি স্ট্রাইকার। সে যদি পেছন ফিরে দেখে তাহলে দেখবে আর কিছুই অর্জন করার নেই। হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতো কিন্তু এটা কোনো ফুটবলারের মান বদলে দেয় না, তাকে কীভাবে মনে রাখা হবে সেটাও।’

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত